তাসকিনের ২ উইকেটের রাতে জয় পেল তার দল

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
তাসকিনের ২ উইকেটের রাতে জয় পেল তার দল
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ PM (Visit: 275)

দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্জ। দলের জয়ের রাতে বল হাতে ২ উইকেট পেয়েছেন তাসকিন, তবে খরুচে ছিলেন টাইগার এই পেসার।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। ম্যাচের প্রথম ওভারেই তাসকিনকে বোলিংয়ে আনেন ওয়ারিয়র্জ অধিনায়ক সিকান্দার রাজা। আর তাতেই বাজিমাত করেন তিনি। ওভারের শেষ বলে ফিল সল্টকে তুলে নেন তাসকিন।

নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেট পান তাসকিন। এবার স্বীকার অ্যালেক্স হেলস। এরপর অবশ্য আর উইকেট পাননি তাসকিন, তার ওপর বেশ মার খেয়েছেন টাইগার পেসার। ৪ ওভার বোলিং করে ৪১ রান খরচায় ২ উইকেট নেন তাসকিন। তবে শারজাহর সেরা বোলার ছিলেন আদিল রশিদ। ইংলিশ এই স্পিনার ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে নাইট রাইডার্স ২০ ওভারে সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৪ রান।

জবাব দিতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে শারজাহ। ৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। তবে ক্যাডমোর, রাজা এবং জেমস রে'র ব্যাটে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে শারজাহ। জেমস রে ২৯ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। ৪ উইকেটে জয় পায় তাসকিনের দল।

আবুধাবির হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন অজয় কুমার এবং জেসন হোল্ডার। এই জয়ের পরও টেবিলের তলানিতেই আছে শারজাহ ওয়ারিয়র্জ। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে শারজাহ'র উপরেই রয়েছে আবুধাবি নাইট রাইডার্স। 


আরও সংবাদ   বিষয়:  তাসকিন   ক্রিকেট  







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy