বিপিএল শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এরই মধ্যে একের পর এক নাটকীয় ঘটনায় আলোচনায় এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরের রেশ কাটতে না কাটতেই দুপুরে নেতিবাচক শিরোনামে উঠে আসে নোয়াখালী এক্সপ্রেস।
নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের। অনুশীলন শেষে তারা সিএনজিযোগে মাঠ ত্যাগ করেন এবং পরে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। বিমানের টিকিটও কেটে ফেলেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন তালহা জুবায়ের নিজেই।
তালহা জুবায়ের বলেন, “কোচ হওয়া সত্ত্বেও আমরা কিছুই জানি না। কোনো দায়িত্ব আমাদের হাতে দেওয়া হয়নি। অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল, স্ট্যাম্প কিছুই নেই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই, কিন্তু এই বিপিএলে গত দুই দিন কোনোভাবেই কাজ করতে পারছি না।”
তিনি আরও অভিযোগ করেন, ঢাকায় অনুশীলনের সময়ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সময়মতো সরঞ্জাম সরবরাহ করেনি। “প্র্যাকটিস ছিল সকাল ১১টায়, বল আসত দুপুর ১টার দিকে। খেলোয়াড়দের কাছ থেকে বল নিয়ে অনুশীলন করতে হয়েছে। এখানে এসে তো অবস্থা আরও খারাপ আজ অনুশীলনে মাত্র তিনটা বল ছিল, অন্য কোনো সরঞ্জামই নেই।”
ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তালহা বলেন, “সবকিছু যদি ওদের লোকজনই করে, তাহলে আমাদের কাজটা কী? এভাবে সম্মানহানি করে কাজ করা সম্ভব না। আমরা কেউই থাকছি না। এখনো পর্যন্ত কোনো পেমেন্ট বা ডে-এলাউন্স পাইনি, আমাদের হাতে এক টাকাও আসেনি।”
প্রসঙ্গত, শুক্রবার (আগামীকাল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠছে। বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে খেলবে চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগের দিনই এই দুই দল নানা কারণে সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে।