শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:০৬ PM

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল এন্ড কলেজ এবং বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে রাজধানী ঢাকার সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃত্তি পরিক্ষায় স্কুল-মাদ্রাসার বাংলা ও ইংরেজি মাধ্যমের (৩য়-৯ম শ্রেণি) প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শতাধিক হল পরিদর্শক সহ তিন শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে পরিক্ষাটি সম্পন্ন হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন উপ-সদস্য সচিব জামশেদ হাসান মজুমদার, কেন্দ্র নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মায়াজ ও তাহমিদ হুজায়ফা, নির্বাহী সদস্য ও জোন পরিচালকবৃন্দ।

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাপরিচালক রেজাউল করিম শাকিল ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাইমের উপস্থিতিতে কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক আনিসুর রহমান, তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল এইচএম আব্দুল্লাহ আল মামুন, তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের স্কোয়াড্রন লিডার (অ্যাডজুট্যান্ট) জিহাদুল ইসলাম খান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ফাউন্ডেশনের মহাপরিচালক রেজাউল করিম শাকিল বলেন, 'একাডেমিক পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি ও শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে বৃত্তি প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। আগামীর প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে ‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর কার্যক্রম বাস্তবায়নে সবাইকে পাশে পাব বলে আশা রাখছি।

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল এইচএম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক এবং নৈতিক মান বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অবদান অবিস্মরণীয়। এসময় জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, ‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৪ সালে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষাসহ নানা শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে। এ নিয়ে ফাউন্ডেশন তার ৩৬তম বর্ষে পদার্পণ করল।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত