বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গ্রিন ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
রোববার (৩০ ডিসেম্বর), গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ ও সেক্রেটারি অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ স্বাক্ষরিত শোকবার্তায় এ শোক জ্ঞাপন করেন।
বেগম খালেদা জিয়া একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা ও পরিণত রাষ্ট্রনায়ক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির বিকাশে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য যে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের এই প্রধানমন্ত্রী।