আনন্দমুখর পরিবেশ আর নানাবিধ আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী ও ‘চিত্তমুক্ত শতদল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর ০৬ ক্যাম্পাস। বার্ষিক আনন্দ আয়োজনের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সেক্টর ০৬ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দিন সিকদার।
উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মি. ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবান্ধব এমএনআরএস ট্রাস্টের চেয়ারম্যান মিসেস মমতাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস ইগুচি কাওরি, প্রশাসনিক ব্যবস্থাপক মির্জা এহসানুল কবির।
পুরস্কার বিতরণী পর্বে এ বছর একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী সেক্টর ০৬ ক্যাম্পাসের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চিত্তমুক্ত শতদল’।
এ পর্বে সেক্টর ০৬ ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটকসহ নানাবিধ পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য।