শনিবার ৯ নভেম্বর ২০২৪ ২৫ কার্তিক ১৪৩১
শনিবার ৯ নভেম্বর ২০২৪
পেট্রোবাংলার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরষ্কার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৬:৫৮ PM
আজ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর বোর্ড রুমে মন্ত্রিপরিষদ বিভাগের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা, ২০২৪-২৫’ অনুযায়ী পেট্রোবাংলার চেয়ারম্যান এবং আওতাধীন ১৩টি কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। 

পেট্রোবাংলার পক্ষে চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার এবং কোম্পানিসমূহের পক্ষে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। 

একইসাথে, পেট্রোবাংলা’র শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ১ জন ব্যবস্থাপনা পরিচালকসহ পুরষ্কার প্রাপ্ত ২ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারীর মধ্যে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র বিতরণ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার।

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব মো: আলতাফ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) ও মহাব্যবস্থাপকবৃন্দ, পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপক, পেট্রোবাংলার এপিএ টিম ও নৈতিকতা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত