শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
শিশুর ওপর পুলিশের ‘বল প্রয়োগের’ ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:০৫ PM
চাঁপাইনবাবগঞ্জে শিশুর ওপর পুলিশের ‘বল প্রয়োগের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। 

স্থানীয়রা বলছেন, ভিডিওটি কমপক্ষে এক সপ্তাহ আগে ফেসবুকে দেখা গেছে। তবে আজ শুক্রবার তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক শিশুর হাত ধরে আছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। শিশুটির গায়ে থাকা টি-শার্টের গলার অংশ ধরে আছেন আরেকজন পুলিশ সদস্য। একপর্যায়ে চুল ধরে পেছনের দিকে বল প্রয়োগ করছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই। পুরো ভিডিওতেই শিশুটি কান্নারত অবস্থায় ছিল। 

সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ঘটনাটি গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা দিনের ঘটনা এটি। ওই শিশু এনসিপির নেতৃবৃন্দের কাছাকাছি চলে যায়। ‘জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে সরিয়ে নেওয়া হয়। পরে তার কাছে পাওয়া যায় ড্যান্ডি নামের মাদক। তবে পুলিশের বল প্রয়োগের কথা অস্বীকার করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ওই শিশু নেশাগ্রস্ত, এটা সঠিক। তবে তার সঙ্গে পুলিশের এমন আচরণ কাম্য নয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত