গাজীপুরে টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুল ইসলাম (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনার ঘটেছে। নিহত কামরুল টঙ্গীর এরশাদ নগর এলাকার ৩ নং ব্লকের দুলাল মিয়ার ছেলে বলে জানা যায়।
গতকাল সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন মোছা. সুলতানা বেগম (৩০)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে টঙ্গী দত্তপাড়া দিঘীর পাড় দারুল আহসান মাদানিয়া মাদ্রাসার সামনে ১ নং আসামি সাব্বির (৩১) ও ২ নং আসামি মোসাম্মৎ সুলতানা বেগম (৩০) পূর্ব শত্রুতার জেরে কামরুলের গতিরোধ করে। তর্ক বিতর্কে জড়ানোর এক পর্যায়ে ১ নং আসামি সাব্বিরের হাতে থাকা সুইচ গিয়ার (ছুরি) দিয়ে কামরুলের ওপর আতর্কিত হামলা করে এবং ২ নং আসামি তার হাতে থাকার রড দিয়ে কামরুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান।
এ সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়।
আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনায় নিহতের বড় ভাই ২ জনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আর অপরজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।