মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
সারাদেশে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৬:৪৭ PM
সরকারি চাকরিতে কোটা আন্দোলনের মধ্যে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগের প্রথম দিন সহিংসতার মধ্যে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানান জনসংযোগ কর্মকর্তা সিবলি সাদিক। অনির্দিষ্টকালের কারফিউর ঘোষণার মধ্যে এই ছুটি ঘোষণা করা হয়।

তিনি জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও প্রাণহানির খবর আসছে। জেলায় জেলায় প্রাণহানির তথ্য আসছে, ক্ষণে ক্ষণে বাড়ছে এই সংখ্যা।

কোটা নিয়ে আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডাকা অসহযোগে সমর্থন জানিয়েছে বিএনপি। তাদের নেতাকর্মীরাও এই আন্দোলনে যোগ দিয়েছে।

অসহযোগের প্রথম দিন রাজপথে নেমেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘাতের তথ্য আসছে।

সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জঙ্গি হামলা হচ্ছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার ‘লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরীফ মহামুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হল।

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন সহিংস হয়ে উঠার পর গত ২১ জুলাই থেকেও তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ আরোপ করা হয়। এর মধ্যে ২৪ ও ২৫ জুলাই সীমিত পরিসরে যথাক্রমে ২ ও ৩ ঘণ্টা অফিস খোলা থাকে। পরে ধাপে ধাপে সময় বাড়িয়ে স্বাভাবিক অফিস সূচিতে ফেরে সরকার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত