সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৭ কার্তিক ১৪৩১
সোমবার ১১ নভেম্বর ২০২৪
চাঁবিপ্রবি উপাচার্যের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবী শিক্ষার্থীদের
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৫:৪১ PM
আগামী ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতার এবং অস্থায়ী রেজিষ্ট্রারের পদত্যাগ দাবী করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে সর্বস্তরের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান ও তাজনীন তাজ ছোঁয়া।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কোটা সাংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাসের সামনে শান্তিপূর্ন কর্মসূচি পালন করতে সড়কে অবস্থান নেন। 

ওই সময় আমাদের নিরাপত্তা না দিয়ে বিশ্ববিদ্যালয়ের (উপাচার্য) ড. নাসিম আখতার বিরোধিতা করেছেন। আমাদের কর্মসূচি পালন করতে দেননি এবং ছাত্রলীগের ক্যাডারদের সাথে নিয়ে হুমকি ধমকি দিয়েছেন। এতেও তিনি ক্ষান্ত হননি। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম ও মোবাইল নম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিকট দিয়েছেন। পরে গোয়েন্দা সংস্থার লোকজন ফোন করে আমাদের হুমকি দিয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, উপাচার্য আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বলপ্রয়োগ করে বন্ধ করেছেন এবং আমাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং নিরাপত্তা দিতে চেষ্টাও করেননি। যে কারণে আমার সকল শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই উপাচার্যকে আর দায়িত্বে দেখতে চাই না। 

অনতিবিলম্বে তার পদত্যাগ চাই। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে তার পদত্যাগ করতে হবে। একই সাথে আমাদের যে অস্থায়ী রেজিষ্ট্রার আছে তাকেও পদত্যাগ করতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের নতুন উপাচার্য এবং স্থায়ী রেজিষ্ট্রার নিয়োগ ও প্রশাসনিক কাঠামো গঠন করে দিতে হবে।

তারা বলেন, উপচার্য পদত্যাগ ও নতুন নিয়োগের মধ্যবর্তী সময়ে আমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নতুন প্রশাসনিক কাঠামোর কাছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন থাকবে খুব দ্রুত স্থায়ী ক্যম্পাসের জন্য ব্যবস্থা গ্রহন এবং শিক্ষার্থীদের নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান উপাচার্যের নিকট এই বিষয়ে বার বার বলা হলেও তিনি আমাদের আশ্বাস দিয়ে ব্যর্থ হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যতগুলো বাজেট এসেছে এবং সেই বাজেটের টাকাগুলো কোথায় এবং কিভাবে খরচ হয়েছে তার একটি যৌক্তিক প্রতিবেদন আমরা প্রত্যাশা করি।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামসহ জাতীয় গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১০ আগস্ট) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতার সংবাদ মাধ্যমকে বলেন, যারা আন্দোলন করছেন, তারা যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। তবে আমার মনে হয় না পদত্যাগের মতো কিছু ঘটেছে। আমাকে সরকার নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, আমি নিজ থেকে পদত্যাগ করব না। আমি মনে করি আমার পদত্যাগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। সরকার আমাকে নিয়োগ দিয়েছে, নতুন সরকার যদি মনে করে এই ভিসিকে রাখব না, তখন আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত