রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
রবিবার ৬ অক্টোবর ২০২৪
সাভারে জনতা ব্যাংকে চুরি করতে গিয়ে চোর আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১১:১৫ AM
ঢাকার সাভারে জনতা ব্যাংকে চুরি করতে আসা শাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ব্যাংকের সিকিউরিটি গার্ড। এ সময় কয়েকশ এলাকাবাসী চোরকে শায়েস্তা করার জন্য ব্যাংকের নিচে ভিড় জমায়। 

বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার বাজার রোড় মহল্লায় জনতা ব্যাংকের সাভার শাখায় এ ঘটনা ঘটে। 

আটককৃত শাহিদুল ইসলাম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার জয়নাল খানের ছেলে। সে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে। 

ব্যাংকের সিকিউরিটি গার্ড রাসেল বলেন, ‘রাত ৮টার দিকে আমি ডিউটিতে যোগ দেই। পরে ব্যাংকে প্রবেশ করে দেখি ওই চোর ব্যাংকের ভেতরের একটি কক্ষে বসে আছে। এরপরে আমি দৌড়ে গিয়ে ব্যাংকের গেট তালা দেই। এ সময় ব্যাংকের আরও লোকজন ডেকে এনে চোরকে ব্যাংকের গেটের সঙ্গে হাত বেঁধে ফেলি। পরে চোরকে জিজ্ঞাসা করলে, সে স্বীকার করে ব্যাংকে ৪টার দিকে প্রবেশ করে চুরি করার জন্য এসেছিল।’ 

এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত