মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আইসিটি ক্যাডার পদ সৃজনের আহবান
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সাইফুর রহমান বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আইসিটি ক্যাডার পদ সৃজনের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আবেদন করেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সাইফুর রহমান তার স্বাক্ষরিত এক আবেদন পত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আবেদন পত্রে  সাইফুর রহমান উল্লেখ করেন,  বৈষম্যহীন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে তথ্য প্রযুক্তি খাত (আইসিটি)। বাংলাদেশের বেসরকারি খাতে আমাদের তরুণ তথ্যপ্রযুক্তি নির্ভর পেশাজীবীগণ বহু বাঁধা-বিঘ্ন মোকাবেলা করে দেশের অর্থনীতিতে অভাবনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে বাংলাদেশের ক্যাডার সার্ভিসসহ সরকারি চাকরিতে দীর্ঘদিন যাবত তথ্যপ্রযুক্তি প্রকৌশলীরা বৈষম্যের শিকার হয়ে আসছে। চতুর্থ শিল্পবিপ্লবের স্বপ্নযাত্রা ও প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে নিশ্চত করতে তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করা উচিত বলে আমরা বিশ্বাস করি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো― সিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট, কুবি-ব্র্যাকনেট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং ২০২৩, আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনাল কনটেস্ট ২০২২, ন্যাশনাল-৬ এবং কুয়েত সিএসই ফেস্ট ২০২২- ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট(ডিভিশনাল)।

এর ফলশ্রুতিতে আমাদের বিভাগের শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করছে; যেমন: গুগল, অ্যামাজন, এগোন্ডা, অর্বিটেক্স, সেলিস টি।  সেইসাথে আমরা দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করে আসছি যে, তরুণ প্রজন্মের মেধাবী প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের একটি বিরাট অংশ নিজ দেশে মেধার বিকাশ ঘটানোর মত সুষ্ঠ পরিবেশ, চাকরি ও গবেষণার সুযোগ না পাওয়ায় উন্নত দেশে পাড়ি জমাচ্ছে, ফলে মেধা পাচারে উৎসাহিত হচ্ছে। দক্ষ ও মেধাবী নাগরিক হারানোর ফলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা একটি দীর্ঘ সময় ধরেই গতিশীলতা পাচ্ছে না। তাই জনগণকে মানব সম্পদে রুপান্তর এবং মেধা পাচার রোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্যাডার সৃজনের ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি। এমতাবস্থায়, বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্যাডার সৃজনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

এ বিষয়ে কুবি আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের আইসিটি  বিভাগের শিক্ষার্থীরা বরাবর বৈষম্যের শিকার হয়ে আসছে। তারা বিশ্বের বিভিন্ন বড় কোম্পানি যেমন: গুগল, মাইক্রোসফটে কর্মরত আছে কিন্তু দেশে তারা মেধা বিকাশ করতে পারছে না। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে এখন সজাগ হয়ে আন্দোলন করছে তাই আমরাও কয়েকজন শিক্ষক মিলে আলোচনা করে স্মারকলিপি প্রদান করি। আইসিটি ক্যাডার কত জরুরি তা আমরা কলেজগুলোর আইসিটি পড়ানো দেখে বুঝতে পারি। আসলে এখন দেশের উন্নয়নের স্বার্থে আইসিটি ক্যাডার যুক্ত করা উচিত। প্রযুক্তি নির্ভর বিশ্ব গড়ে উঠেছে এখন তার সাথে পাল্লা দিতে বাংলাদেশেরও উচিত এ বিষয়ের দিকে নজর দেওয়া। আমরা আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে আছি সবসময়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত