শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১০:১০ AM আপডেট: ১৯.১১.২০২২ ১০:১২ AM
সাভারে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া থেকে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। 

তাদেরকে গ্রেফতার করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের স্বজনরা সাভার মডেল থানার সামনে জড়ো হলো সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ বলছে, রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া এলাকার একটি নির্জন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠন করছেন এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এসময় সেখান থেকে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় বা জামায়াত-শিবিরের কোন পদে আছেন তা বলতে চাননি পুলিশ। গ্রেফতারকৃতরা সেখানে বৈঠন কালে নাশকতা করতে চেয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।
 
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেফতারকৃতদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত