বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
রাঙ্গাবালীতে শ্রমিক লীগের আনন্দ মিছিল
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৭:০৪ PM
‘শ্রমিক লীগ আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নবগঠিত ইউনিয়ন শ্রমিক লীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের মৌডুবি বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি করা হয়। 

এ দিন মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মৌডুবি ব্যাংক এশিয়া আউটলেট প্রাঙ্গণে শেষ হয়। এসময় মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মীরা জড়িত হয়। এরপরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. আশ্রাব শিকদার।

৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য মো. কিরণ শিকদার, যুবলীগ নেতা মো. এরশরাদ শিকদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাওছার ফরাজী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির আকন, প্রচার সম্পাদক মো. মুজাহিদ ভূঁইয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. জুয়েল হাওলাদার, সাধারণ সম্পাদক বিপ্লব গাজী। এসময় আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি সজিব শিকদার, সহ-সভাপতি ইব্রাহীম মুন্সি,হাফিজুর হাওলাদার, মো. আল-আমিন, সুজাউদ্দিন সজিব, জাকির মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মিয়া,জামাল খলিফা, আশ্রাফ সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মহাব্বত হাওলাদার, মো. খোকা ভূঁইয়া, ইয়াকুব খলিফা, প্রচার সম্পাদক,সুহিন হাওলাদার,সহ-প্রচার সম্পাদক মনির মোল্লা, দপ্তর সম্পাদক সামসুদ্দিন ইলিয়াছ,সহ-দপ্তর সম্পাদক আনোয়ার মাল, অর্থবিষয়ক সম্পাদক মো. ছাহেদ, সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. নূর ছাহেদ, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক মো. জিহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসেল মৃধা ও মো. আশিক শিকদার প্রমুখ।  

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত