বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
ডিএমপি কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৮:৩৮ PM
আগামী ১০ ডিসেম্বর সমাবেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিএনপির প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটিই জানানো হয়েছে। 

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশস্থলের বিষয়ে বিএনপি নেতারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে আলাপ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর সঙ্গে গ্রেপ্তার নেতাদের মুক্তির বিষয়েও আলাপ করবেন তারা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত