<
  ঢাকা    বুধবার ২৯ নভেম্বর ২০২৩
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
ইউরোপে নিষিদ্ধ হতে পারে চ্যাটজিপিটি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:০৫ এএম | অনলাইন সংস্করণ

ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট আইনের সঙ্গে সম্মত হতে না পারলে ইউরোপ ছাড়তে পারে এআই প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি। বুধবার লন্ডনে এমনটি জানিয়েছেন চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান।

বিশ্বব্যাপী এআই কীভাবে চালিত হবে তার রূপরেখা তৈরিতে কাজ করছে ইইউ। এ সংশ্লিষ্ট খসড়ায় দেখা যায়, চ্যাটজিপিটির মতো এআই নিয়ন্ত্রিত টুলসগুলো তাদের সিস্টেম উন্নয়নের জন্য কপিরাইটযুক্ত যে কোনো কিছু ব্যবহার করলে তা প্রকাশ করতে বলা হয়েছে।

অল্টম্যান জানান, ইউরোপ ছাড়ার আগে ওপেনএআই ইইউর আইনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবে। তিনি রয়টার্সকে বলেন, ইইউর এআই সংশ্লিষ্ট আইনটির বর্তমান খসড়াটিতে অতিরিক্ত নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়েছে । তবে আমরা শুনেছি এর কিছু পরিবর্তন হবে।

চলতি মাসের শুরুতে এআই সংশ্লিষ্ট আইনের খসড়ায় একমত হন ইইউর সংসদ সদস্যরা। আইনের চূড়ান্ত ব্যাখ্যার জন্য এখন সংসদ, কাউন্সিল এবং কমিশনের প্রতিনিধিদের মধ্যে বিতর্ক হবে।

অল্টম্যান বলেন, এআই সিস্টেমের সংজ্ঞা পরিবর্তন করার মতো ইইউ অনেক কিছু করতে পারে।

-বাবু/সাদরিনা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইউরোপ   চ্যাটজিপিটি  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত