মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ ২১ কার্তিক ১৪৩১
মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
কক্সবাজারে আনন্দ ভ্রমণে বাংলাদেশ বুলেটিন পরিবার
মশিউর অর্ণব
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৬ AM আপডেট: ০১.০১.২০২৪ ৬:০৩ PM
সাউথ বেঙ্গল গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে, বার্ষিক আনন্দ ভ্রমণের অংশ হিসেবে ঢাকা থেকে কক্সবাজারে এসেছে গণমানুষের দৈনিক 'বাংলাদেশ বুলেটিন' পরিবারের একাংশ।

গতকাল রাত ১২টার কিছু আগে ঢাকার আরামবাগ বাস কাউন্টার থেকে একটি স্লিপার কোচে রওনা হয়ে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারের ডলফিন মোড়ে এসে নামেন বাংলাদেশ বুলেটিন পরিবারের সদস্যরা৷ 
কুমিল্লায় ক্ষণিকের যাত্রাবিরতি

কুমিল্লায় ক্ষণিকের যাত্রাবিরতি








ভ্রমণ করতে এবং প্রকৃতির সান্নিধ্যে যেতে কে না ভালোবাসে! বলা হয়ে থাকে- ভ্রমণ ও প্রাকৃতিক নৈসর্গ চিত্তকে প্রফুল্ল করে, হৃদয়কে জাগ্রত করে। সেজন্যই কর্মব্যস্ত ও যান্ত্রিক শহুরে জীবনকে পাশ কাটিয়ে, একদমই স্বল্প সময়ের জন্য হলেও মানুষ প্রকৃতির নির্জনতার মাঝে হারিয়ে যেতে চায়। 

নবীন ও প্রবীণের মিশেলে তেমনই ভ্রমণপ্রিয় একটি দল এবার এসেছে কক্সবাজার সফরে। এই সফরের কনিষ্ঠতম অভিযাত্রীর বয়স মাত্র দুই (২) বছর, আবার মুদ্রার উল্টোপিঠে ৫০-৫৫ বছরের ভ্রমণপিয়াসুও আছেন এই আনন্দ যাত্রায়। 
ফোর সিজন'স হোটেলে যাত্রাবিরতিতে বাংলাদেশ বুলেটিন পরিবারের একাংশ

ফোর সিজন'স হোটেলে যাত্রাবিরতিতে বাংলাদেশ বুলেটিন পরিবারের একাংশ








বাংলাদেশ বুলেটিনের বনানীস্থ কার্যালয় থেকে এবারের আনন্দ ভ্রমণে সঙ্গী হয়েছেন- দেবেন্দ্রনাথ মজুমদার, মাসুম বিল্লাহ, চাঁদনী আক্তার, জান্নাত, ফাতেমা তুজ জোহরা, সুর্বণা আফরিন, আব্দুর রাজ্জাক রাজ, সোহেল রানা, সুমন রানা, মশিউর রহমান অর্ণব ও কারো কারো পরিবারের প্রিয়জন। বিশেষ আকর্ষণ হিসেবে আগামীকাল (শুক্রবার) এই অভিযাত্রী দলের সাথে আরও দু'একজনের যোগদানের কথা রয়েছে। 

জানা গেছে, আনন্দে ভ্রমণে আসা বাংলাদেশ বুলেটিন পরিবার আজ (বৃহস্পতিবার) কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত