গতকাল না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত শ্রমিক নেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম-সম্পাদক আবদুল আহাদ। তাঁর মৃত্যুর ২৪ ঘন্টা না পেরুতেই না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন।
এতো কম সময়ের ব্যবধানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দু'জন সিনিয়র নেতার মৃত্যু চট্টগ্রাম নগর আওয়ামী রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সেই শূন্যস্থান আজো পূরণ হয়নি৷ অবশ্য শত সহস্র বছরে এই চট্টগ্রামে আরেকটি মহিউদ্দিনের জন্ম হবে কিনা মহান আল্লাহই ভালো জানেন৷ তবে আমার যাপিত জীবনে এমন নেতা দেখিনি, বাকি জীবনে দেখার কথা ভাবতেও পারি না৷ প্রয়াত এই বর্ষিয়ান নেতাদের মৃত্যুর ফলে আগামী সংসদ নির্বাচনের বৈতরণি পার করতে চট্টগ্রামের আওয়ামী পরিবারকে বেশ বেগ পেতে হবে৷
যে চট্টগ্রামের রাজপথে দাপিয়ে বেড়িয়েছেন সম্ভবত সেই চট্টগ্রামের আলো বাতাসেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চেয়েছিলেন নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ। বন্দর সিবিএ'র সাবেক সেক্রেটারি আবদুল আহাদের শরীরে ক্যান্সার বাসা বেঁধে ছিল। তাঁকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান থেকে নেমেই তাঁর শরীর দ্রুত খারাপ হতে থাকে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় হাসপাতালে ভর্তি করাতে চাইলেও আবদুল আহাদ তাতে রাজী হননি। যে কোনভাবেই হোক তাঁকে যেন চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় এমন জেদ করে বসেন তিনি৷ দরকার হলে চিটাগাং এসে চিকিৎসা নেয়ার কথা জানিয়ে দেন।
অত:পর গতকাল সন্ধ্যায় তাঁকে বিমানযোগে চট্টগ্রামে নিয়ে আসার পর বিমান বন্দর থেকে সরাসরি নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ আজ লালদিঘীর ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। আমি শ্রমিক বিট নিয়ে খুব বেশী কাজ করিনি৷ তাই আবদুল আহাদ সাহেবের সাথে আমার খুব বেশি মেশার সুযোগ হয়নি৷ সর্বশেষ মেঘনা পেট্রোলিয়ামের শ্রমিক সংগঠনের নির্বাচনের ইস্যু নিয়ে তাঁর সাথে ফোনালাপ হয়েছিল৷ আলাপেই বুঝলাম তিনি বরাবরই একজন শ্রমিক নেতা৷ খুব বেশি রাখঢাক না রেখেই কথা বলে ফেলেন৷ আমাকেই বেশ কিছু কথা বলে ফেলেছিলেন যা আমি সচেতন ভাবেই প্রকাশ করিনি। কারণ তাঁর সাথে আলাপে বুঝতে পেরেছিলাম নির্বাচনটা নিয়ে তিনি বেশ আবেগ তাড়িত৷
মরণব্যাধি ক্যান্সারে আজ ইন্তেকাল করলেন ডা. আফসারুল আমীন এমপি। পেশাগত কাজের কারণেই একাধিকবার ডা. আফছারুল আমীন সাহেবের সাথে সাক্ষাত হয়েছে, আলাপ হয়েছে। খাঁস চাঁটগাইয়্যা বলতে আমরা যা বুঝি আফছার ভাই ছিলেন একদম সেরকম একজন মানুষ। অনর্গল চাঁটগাইয়্যা ভাষায় কথা বলতে পছন্দ করতেন৷ যদি আমার ভুল না হয় তিনি জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদের কারণে যে প্রটোকল পাওয়ার কথা সেটা কখনোই নিতেন না৷ আজ যখন বিদেশিদের প্রটোকল নিয়ে কথা উঠছে তখন একজন উচ্চ শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, বার বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, একটি সম্ভ্রান্ত বনেদি পরিবারের সন্তান হয়েও প্রাপ্য প্রটোকল নিয়ে ঘুরতেন না৷ অনেক আগের মডেলের সবুজ রং এর একটি পাজেরো জিপ গাড়ি সম্ভবত তিনি ব্যবহার করতেন৷ যেখানে অনেকেই কোনভাবে এমপি নির্বাচিত হলেই সবাই আগে শুল্কমুক্ত সুবিধায় বিলাস বহুল গাড়ী কেনে৷ সেখানে এতোবারের নির্বাচিত এনপি ডা. আফছারুল আমীন সেই পুরনো গাড়ীতেই প্রটোকল ছাড়া চলাফেরা করতেন৷ অথচ পারিবারিক ভাবেই বিপুল অর্থবিত্তের মালিক ছিলেন ডা. আফছারুল আমীন৷
অনেকেই হয়তো জানেন না, চট্টগ্রাম নগরীর সর্ব প্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শপিং সেন্টারটির মালিক ডা. আফছারুল আমীনের পরিবার৷ লালখান বাজারস্থ "আমীন সেন্টার" মার্কেটের মালিক হিসেবেও দামি গাড়ীতে চড়া তার জন্য কোন ব্যাপার ছিলো না৷ কিন্তু বরারবই তিনি থেকেছেন শো-অফের বিপরীতে।চট্টগ্রাম নগরীতে যেখানে গ্রুপ থেকে একাধিক উপগ্রুপ, সহউপ গ্রুপ, উপ উপ গ্রুপের জন্ম হচ্ছে সেখানে তথা কথিত গ্রুপিং রাজনীতিতে নিজের কোন নামে তেমন কোন গ্রুপের জন্ম তিনি দেন নাই৷ দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই বর্ষিয়ান নেতা৷
মহান আল্লাহ সদ্য প্রয়াত এই দুই আওয়ামী লীগ নেতাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল প্রয়াত নেতা-কর্মীকে জান্নাতবাসী করুক৷ সবার রুহের মাগফেরাত কামনা করছি।
বাবু/জেএম