ফের গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৮

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
ফের গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১:০৮ PM (Visit: 203)

ফের গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। উত্তর গাজার বৃহত্তম ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েল হামলা চালালে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী পুরো হাসপাতাল এলাকা ঘেরাও করে এবং ওই এলাকায় বোমাবর্ষণ করে। অন্তত আটজন নিহত ও দুইজন ডাক্তার আহত হয়েছেন। এর পরপরই ওই হাসপাতালের কর্মীরা জাতিসংঘ এবং রেড ক্রসের কাছে জরুরি সাহায্যের জন্য আবেদন জানায়।

পূর্ব সতর্কতা ছাড়াই ওই হাসপাতালে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে আল জাজিরাকে হাসপাতালের একটি মেডিকেল টিম।

গাজার গণমাধ্যম কর্মী সাফওয়াত আল-কাহলুত জানান, দেখে মনে হচ্ছে ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালে যা ঘটেছে তার পুনরাবৃত্তি করতে চলেছে এবং ইন্দোনেশিয়ান হাসপাতালও দখল করবে।

তিনি আরও বলেন, হামলার সময় জেনারেটরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বোমাবর্ষণের সময় মোবাইলের আলো ব্যবহার করে রোগীদের অপারেশন করেছে চিকিৎসকরা।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy