মোঃ আকরাম-আল-হোসেন (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)-কে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে দুই বছরের জন্য পুনঃনিয়োগ প্রদান করেছে সরকার।
গত ১৭ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি গতকাল পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মো: জামিনুর রহমান চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান,মহাব্যবস্থাপক দীপংকর রায়, মহাব্যবস্থাপক এ. বি. এম জাহিদ হোসেন, জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিস্টেম এনালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহ্ইয়া তানহারসহ প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।