আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে দূষিত শহরের তালিকায় ঢাকা ছিল ২ নম্বরে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৬ মিনিটে সূচক অনুযায়ী রাজধানী ঢাকার এই অবস্থান জানা যায়। এতে ১ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। ৩ ও ৪ নম্বরে যথাক্রমে ভারতের কলকাতা ও দিল্লি, ৫ নম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর, ৬ নম্বরে ভিয়েতনামের হ্যানয় এবং ৭ নম্বরে পাকিস্তানের করাচি অবস্থান করছে। এছাড়া চীনের চেংড়ু ৮, আফগানিস্তানের কাবুল ৯ এবং চীনের শেনইয়াং ১০ নম্বরে আছে।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বাতাসের মানের স্কোর হচ্ছে ২৫৫ অর্থাৎ এখানকার বায়ু আজ (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। ১ নম্বরে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩০৬ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’। সেই সঙ্গে সূচকে ভারতের কলকাতা ও দিল্লির স্কোর যথাক্রমে ২২৪ ও ২০৯। ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের করাচি, চীনের চেংড়ু, আফগানিস্তানের কাবুল ও চীনের শেনইয়াংয়ের স্কোর যথাক্রমে ১৯৭, ১৯২, ১৮৮, ১৭৮ ও ১৭৬।