<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
না ফেরার দেশে পণ্ডিত ভবানী শঙ্কর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:০৫ PM
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘পাখওয়াজ ওস্তাদ’খ্যাত ভারতের পণ্ডিত ভবানী শঙ্কর।  

শনিবার (৩০ ডিসেম্বর) শনিবার বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। এ ভারতীয় সংগীতশিল্পীর পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।  

তারা জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপর থেকেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। ওইদিনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ধীরে ধীরে কিডনিসহ শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এমন অবস্থায় তাকে ভেন্টিলেটরেও রাখা হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার বিকেলে তিনি মারা যান।

এ পণ্ডিতের শেষকৃত্য আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পশ্চিম বোরিভালিতে অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ের মধ্যে ভবানী শঙ্করের মরদেহ তার বাড়িতে রাখা হবে। যেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন সংগীত জগতের তারকারা।  

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। ছোটবেলা থেকেই সুরের মাঝে বড় হয়ে ওঠা তার। মাত্র আট বছর বয়স থেকে তালিম নেওয়া শুরু করেছিলেন তবলা আর পাখওয়াজে। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত