বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
শীতার্ত মানুষের পাশে দলগ্রাম ইউপি চেয়ারম্যান
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৫:২৪ PM
ঘড়ির কাঁটা রাত সাড়ে ১২টা ছুঁই ছুঁই। হিমেল হাওয়া আর কনকনে শীতে গরীব দুঃখিদের খুজে-খুজে বের করে 

সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত এমন কিছু মানুষের দুর্দশা লাঘব করতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন লালমনিরহাটর কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। এসময় সঙ্গে ছিলেন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মোঃ মুরশিদুল হক।


শনিবার  (১৩ জানুয়ারি) প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার মধ্যে শীতার্ত  মানুষদের কষ্টের কথা চিন্তা করে কালভৈরব বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০ পিস কম্বল নিয়ে ছুটে যান তিনি । এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।


শীতের মধ্যে কম্বল পেয়ে আসহায় মানুষেরা আনন্দে মন থেকে দোয়া করে বলেন এর আগে কোন চেয়ারম্যান এভাবে অসহায়দের খোঁজে কোনদিনও আসেন নাই । কম্বল পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিকট চেয়ারম্যানের র্দীঘায়ু কামনা করে দোয়া করেন তারা।


কম্বল বিতরনকালে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন  জানান,আমার মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সমাজে কতো মানুষইতো শীতে কম্বল বিতরন করে তবে যারা সত্যি কারের অসহায় ও সুবিধাবঞ্চিত তাদের হাতে কম্বল পৌছানো আমার প্রধান উদ্দেশ্য। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত