শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
ডোমারে ৬ জুয়াড়ী আটক
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৫:২৬ PM
নীলফামারীর ডোমারে রাতে জুয়া(তাস) খেলার সময় ৬ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।

রোববার(১৪জানুয়ারী) দুপুরে  জুয়াড়ীদের আদালতে প্রেরন করেন পুলিশ। আটকৃতরা হলেন ছোট রাউতা বক্করের মোড় এলাকার জাবেদ আলীর ছেলে  আব্দুল গনি(৫০), ভাটিয়াপাড়ার মফিজার রহমানের ছেলে ইসলাম(৫০), উত্তর হরিণচড়ার আহম্মদ আলীর ছেলে আনছার আলী(৪০), জাকিরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান(৩৫), আমিনুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম(৩৬) সদর ইউনিয়নের ছোট রাউতা কালীমন্দির এলাকার শামসুদ্দিনের ছেলে নুরজামাল(৪৫)।

থানা সূত্রে জানা যায় গত ১৩জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা (ওসি) আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে এস আই রেজানুর রহমান, শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের ছোট রাউতা কালী মন্দির এলাকার নুর জামালের বাড়ীতে অভিযান চালিয়ে তাস খেলার সময় তাদের আটক করেন। সেসময় খেলার বোর্ড থেকে একসেট তাস,একহাজার ৮শ নগদ টাকা জব্দ করা হয়। এঘটনায় ডোমার থানা এসআই শাকিল মাহমুদ বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা  হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত