বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
টঙ্গীতে বিলের মাঝে অজ্ঞাত বৃদ্ধের লাশ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৫:২২ PM
গাজীপুরের টঙ্গীতে বিলের মাঝ থেকে অজ্ঞাত বৃদ্ধের  লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার দুপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে শিলমুন জাম্বুরারটেক বিলের মাঝ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তা, সিআইডির ক্রাইম সিন ও পিবিআই।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে ওই এলাকার বিলে মাছ ধরতে যান স্থানীয় এক জেলে। এসময় বিলের মাঝে কাদাপানিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। পরে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক আশরাফুল আলম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অজ্ঞাত লাশের পরনে ছিল নেবী ব্লু রংয়ের হুডি জ্যাকেট ও ছাই রং এর জগার্স।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত