সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিএফএসএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৭:২১ PM আপডেট: ১৪.০৩.২০২৪ ৭:২৫ PM
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নবনিযুক্ত চেয়ারম্যান জাকারিয়া দায়িত্ব গ্রহণ শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেন, "সবার সামর্থ্য অনুসারে অসাধারণভাবে কাজ করার মাধ্যমে এ কর্তৃপক্ষকে অর্জন করতে চাই।"

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, "খাদ্যশস্যের পরিমাণগত (কোয়ান্টিটি) অর্জন আমরা করেছি। গুণগতমান (কোয়ালিটি) অর্জন করার জন্যই মূলত এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।"

তিনি বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে সামনে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করে বলেন, "নতুন প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থাকবে। সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের চেষ্টা করা হবে।"

কর্তৃপক্ষের সাংগাঠনিক কাঠামো সংস্কার, পদ সৃজন, আইন সংশোধন, সিপিএফ-জিপিএফ চালুসহ বিভিন্ন বিষয় একাগ্রতার সাথে সমাধানের আশ্বাস প্রদান করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সময়নিষ্ঠতা বজায় রাখার জন্য, সামর্থ্য অনুসারে অসাধারণভাবে কাজ করার এবং নিয়ম-বহির্ভূত কোনো কাজ না করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া, সবাইকে সামনে নিয়েই তিনি এ প্রতিষ্ঠানকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএফএসএ সচিব (অতিরিক্ত দায়িত্ব)  মো: আখতার মামুন।

মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ আবু নূর মোঃ শামসুজ্জামান, নাজমা বেগম, ড. মোহাম্মদ মোস্তফা ও প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব। এছাড়াও কর্তৃপক্ষের পরিচালক, অতিরিক্তি পরিচালকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত