বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১:৩৭ PM
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইলি সেনারা প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২৯ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরাইলি সেনাদের মুক্ত করা প্রসঙ্গে তাদের স্বজনের এ কথা জানিয়েছেন নেতানিয়াহু।

এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, একমাত্র সামরিক চাপই তাদের (হামাসের হাতে বন্দী) মুক্তি নিশ্চিত করবে এবং সেনাবাহিনী রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন,আমরা গাজা উপত্যকার উত্তরাঞ্চল এবং খান ইউনিস জয় করেছি। এবার দক্ষিণের রাফা শহরের স্থল অভিযান শুরু হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের কাছে আর দেরি না করে মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নিতে ইসরাইলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (২৮ মার্চ) আইসিজের বিচারকেরা সর্বসম্মতিক্রমে এ নির্দেশ দেন।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আইসিজের বিচারকেরা বলেছেন, গাজার ফিলিস্তিনিরা দুর্বিষহ জীবনযাপন করছেন। সেখানে দুর্ভিক্ষ ও ক্ষুধা ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক এই আদালতের পর্যবেক্ষণ হলো-গাজার ফিলিস্তিনিরা আর দুর্ভিক্ষের ঝুঁকিতে নেই, বরং এরইমধ্যে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।

আদেশে আরও বলা হয়, ইসরাইলকে অবশ্যই গাজাজুড়ে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও বিদ্যুতের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাসেবাসহ মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।
 
গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত