শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
শনিবার ১৬ আগস্ট ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হঠাৎই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:৪২ PM
শাহবাজ শরিফকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গতকাল বৃহস্পতিবার এ দুই নেতার ফোনালাপ হয়। তারা ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি নিয়ে কথা বলেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েল ও পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, শাহবাজ ও রুবিও ইসরায়েল ও ইরানের মধ্যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেন, ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।

দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

আজ শুক্রবার (২৭ জুন) পাকিস্তান সরকার জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকে টেলিফোনে কল পান। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে প্রধানমন্ত্রী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি পাকিস্তান-ভারত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য রুবিওকে ধন্যবাদ জানান।

শাহবাজ ও রুবিও পাকিস্তান-মার্কিন সম্পর্ককে শক্তিশালী করার জন্য, বিশেষ করে বর্ধিত বাণিজ্যের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেন। সেখানেও তারা ইরান নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত