বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
আবারও ভারতীয় মসলায় পাওয়া গেল ক্ষতিকারক উপাদান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫:০১ PM
মসলার জন্য সারাবিশ্বে বিখ্যাত ভারত। এতেই তৈরি হয় সুস্বাদু সব খাবার। তবে এসব মসলা যেভাবে তৈরি হয় তা জানলে চমকে উঠবে যে কেউ। অভিযোগ উঠেছে, দেশটির কিছু জায়গায় পচা রুটি, ভাত ও কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছে ভেজাল মসলা, যা মানব শরীরের জন্য ক্ষতিকর।

মাদ্রাজ কারি পাউডার, সম্বর মসলা পাউডার, কারি পাউডারসহ একাধিক মসলা নিয়ে এমন অভিযোগ উঠেছে। এ কারণে হংকং ও সিঙ্গাপুরে ভারতীয় দুটি কোম্পানির কিছু মসলা নিষিদ্ধ হয়েছে। একাধিক মসলায় ‘কারসিনোজেনিক পেস্টিসাইড ইথিলিন অক্সাইড’ পাওয়া গেছে; যা ক্ষতিকারক।
 
সম্প্রতি উত্তর-পশ্চিম দিল্লির কারাওয়াল নগর এলাকায় দুটি মসলার কারখানায় অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। সেখান থেকে তারা ১৫ টন নকল ধনিয়া, হলুদ ও অন্যান্য মসলা জব্দ করেছে। 

জানা গেছে, এই নকল মশলাগুলো পচা পাতা এবং চাল, নষ্ট বাজরা, কাঠের ধুলা, মরিচের বোঁটা, অ্যাসিড এবং নিম্নমানের তেল দিয়ে তৈরি করা হয়েছিল। অভিযুক্তরা এই ভেজাল মশলা একই দামে দিল্লি/ এনসিআরের স্থানীয় বাজার এবং বিক্রেতাদের কাছে ‘খাঁটি মসলা’ বলে সরবরাহ করছিল।
 
পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির একাধিক ব্যবসায়ী এই নকল মসলা ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন ব্র্যান্ডের আড়ালে এগুলো বাজারে চালানো হচ্ছে। 

দিল্লি পুলিশ ও ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড সেফটির পক্ষ থেকে বারবার এ নিয়ে অভিযান চালানো হয়েছে। এসব নকল মসলার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তিনজনকে গ্রেফতারও করা হয়েছিল। তাদের জেরা করে জানা যায়, ২০২১ সাল থেকে তারা নকল মসলার ব্যবসা করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত