বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৪৬ PM আপডেট: ০৬.০৮.২০২৫ ৮:৫০ PM
টিকটকে পরিচয়, এরপর প্রেম, তিন মাস পর প্রেমিকের অন্য জায়গায় বিয়ে ঠিক হলে তা মানতে পারেননি প্রেমিক। তাই ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রেমিকার বাড়ির পাশে গিয়ে বিষপানে আত্মহত্যা করেন প্রেমিক ফেরদৌস দুর্লভ (২৪)।

গত সোমবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ-চৌবাড়ি এলাকায় এ ঘটনা ঘটলেও বুধবার (৬ আগস্ট) জানাজানি হয়। ফেরদৌস দুর্লভ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট পাতিলভাসা গ্রামের আব্দুর রহমান মাস্টারের ছেলে।

জানা গেছে, গত সোমবার সকালে প্রেমিকা তানজিলা আক্তারের (২২) সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসেই ফেরদৌস বিষপান করেন। বিষয়টি টের পেয়ে মেয়েটির বাবা আইয়ুব আলী এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। 

অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরদৌস দুর্লভ মারা যান। পরে তার মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঘটনার পর মেয়েটি মা-বাবাসহ পালিয়ে যান। পরে পুলিশের উপস্থিতিতে নিহতের স্বজনের মুখোমুখি হন। পরদিন মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত যুবকের স্বজনরা মোবাইল ফোনে জানান, পরিবারের সবাই শোকাহত। থানায় অভিযোগের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, চৌবাড়ি গ্রামের ভ্যানচালক আইয়ুব আলী ও আফরোজা বেগম দম্পতির মেয়ে তানজিলা আক্তার ও ফেরদৌসের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি সিরাজগঞ্জের বেলকুচি কলেজে অনার্সে অধ্যয়নরত। সম্প্রতি তার অন্যত্র বিয়ে ঠিক হলে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এ অবস্থায় হতাশ হয়ে প্রেমিক ফেরদৌস সোমবার সকালে চৌবাড়ি গ্রামে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে মোবাইলে কথা বলার সময় চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে বসেই সে বিষপান করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত