বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
পিরোজপুরে নাটাবের মতবিনিময়
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৪:৫১ PM
“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই স্লোগানে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র আয়োজনে যক্ষা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পিরোজপুরে হাইস্কুল শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় হোটেল নায়রী, থানারোড পিরোজপুরের সভাকক্ষে সভা অনু‌ষ্ঠিত হয়।

জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র ফিল্ড লেভেল স্টাফ মোঃ শাহীনুল ইসলামের সঞ্চালণায় অনুষ্ঠা‌রে অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। এসময় বক্তব‌্য রা‌খেন অনুষ্ঠা‌নের বিশেষ অতিথি ডাঃ মোঃ আরিফ হোসেন- মেডিকেল অফিসার সিভিল সার্জনের কার্যালয়, পিরোজপুর, মোঃ কামরুজ্জামান, জেলা ম্যানেজার, ব্র্যাক, পিরোজপুর, ডাঃ আকাশ কুন্ডু, ডিএসএমও প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, যক্ষা রোগ চিকিৎসার দায়িত্ব সরকারের, প্রত্যেক রোগীর পিছনে একজন স্বাস্থ্যকর্মী কাজ করেন। যক্ষা রোগ নির্মূলের জন্য যক্ষা ক্লিনিক, পিরোজপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুরসহ এনজিও ব্র্যাক কাজ করে থাকেন। যক্ষারোগের জন্য .(ডট)ঔষধ ৬মাস খেতে হবে। পিরোজপুরে সদর হাসপাতারের ১২৩নং কক্ষ যক্ষারোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। সভায় পিরোজপুরে ৩০ জন হাইস্কুল শিক্ষকবৃন্দ এ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত