বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
১৪ বছর পর ভাই কে ফিরে পেলেন বোন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ২:২২ PM
নিখোঁজের প্রায় ১৪ বছর পর ভাই মোস্তাফিজুর রহমান (খোকা) কে ফিরে পেলেন বোন ও তার পরিবার। বৃহস্পতিবার (৩০ মে) রাঙামাটি তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকায় থেকে বাড়ি নিয়ে আসা হয়।

মোস্তাফিজুর রহমান খোকা সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের জালাল মেম্বার বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

বোন বিবি রহিমা নাজমা জানান, আমার ভাই দীর্ঘ ১৪ বছর আগে তার গায়ে হলুদের দিন রাতে কাপড় ছোপড় কেনার উদ্দেশ্যে ফেনীর দিকে যায়। বাড়িতে ফিরে না আসলে অনেক খোজাখুজি করা হয়। দীর্ঘ এ সময় তাকে অনেক খোজাখুজি করা হয় পাওয়া যায় নি। হারিয়ে যাওয়ার বিষয়টি থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

কিছুদিন পূর্বে পাশের বাড়ির জামশেদ মেস্ত্রীর নাতি আকাশ মার্কেটিং লাইনে কাজ করার সুবাদের রাঙামাটি এলাকায় আমার ভাই (মোস্তাফিজুর রহমান খোকা) কে গাড়ি থেকে রাঙামাটি এলাকার একটি চা দোকানে চা খেতে দেখে। বিষয়টি আমাকে জানালে তখন থেকে তাকে আমার ভাই কে ফিরে পেতে সাহায্য চাই এবং ফিরে পেতে সাহায্য করে। গতকাল ঠিকানা অনুযায়ী গিয়ে আমরা তাকে রাঙামাটি তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকায় মোস্তফা নামে এক ভদ্র লোকের বাড়ি থেকে তাদের সহযোগিতায় এবং আমাদের স্থানীয় ইউপি সদস্য আবু ছুপিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে ভাই কে নিয়ে আসি।

মোস্তাফিজুর রহমান খোকার হারিয়ে যাওয়ার পূর্বের কোন ঘটনাই বলতে পারছে না। পরিবারের ধারণা কেনাকাটা করার জন্য যাওয়ার পথে হয়তো মলম পার্টির খপ্পরে পড়ে এ দূর্ঘটনা ঘটে। খুজে পাওয়ার বিষয়টি ইউপি সদস্য আবু ছুপিয়ান নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান খোকা কে পেয়ে তার পরিবারের সবাই আনন্দিত।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত