বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
আরোপিত কর নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মেয়রের মতবিনিময়
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৪৬ PM
আরোপিত নতুন গৃহকর নিয়ে 'নাগরিকদের সঙ্গে ভুল বুঝাবুঝি' এড়াতে ঈশ্বরদী পৌর পরিষদ পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

১০ জুন সোমবার দুপুরে ঈশ্বরদী পৌরসভা মিলনায়তনে 'ইমারতের উপর বার্ষিক মূল্যায়ন তালিকা প্রস্তুত ও ইমারতের উপর কীভাবে ট্যাক্স নির্ধারণ করতে হয় সংক্রান্তে- গণমাধ্যমকর্মীদের নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

পৌরমেয়র ইছাহক আলী মালিথার সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে 'পৌর কর বর্ধিতকরণ ও কমানো'র প্রসঙ্গ নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।

শুরুতেই প্যানেল মেয়র আবুল হাশেম সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ঈশ্বরদী পৌরসভা নতুনভাবে কর নির্ধারণের কাজ শুরু করেছে। কিন্তু এরইমধ্যে একটি মহল গৃহকর সংক্রান্তে পৌর পরিষদের বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তি ও অপপ্রচার শুরু করেছে- যা ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই না। এ অবস্থায় চুড়ান্তভাবে কর নির্ধারণ না হওয়া পর্যন্ত নাগরিকদের অপেক্ষা করতে বলেন তিনি । 

পৌর মেয়র ইছাহক আলী মালিথা বলেন, নীতিমালা অনুযায়ী কর আদায়ের ব্যবস্থা নিয়েছে ঈশ্বরদী পৌরসভা। নাগরিকদের উপর করের বোঝা চাপানো হবে না। বরং কারও আপত্তি থাকলে তা দুইপক্ষের সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। 

নাগরিকের প্রদত্ত কর দিয়েই পৌরপরিষদ চলে উল্লেখ করে তিনি দাবি করেন, আশপাশের অন্যান্য পৌরসভার তুলনায় ঈশ্বরদীতে এবার কর বাড়ানোর হার অনেক কম। তাই অপপ্রচারে কোনো নাগরিক যেন বিভ্রান্ত না হন। এসময় পৌরসভার কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত