মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
পরীক্ষা না দিয়েই জিপিএ-৫ পেল দুই শিক্ষার্থী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১০:৪৪ AM আপডেট: ১১.০৬.২০২৪ ১০:৫৮ AM
পরীক্ষায় অংশই না নিয়ে দুই শিক্ষার্থী পেল জিপিএ-৫। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমনই চাঞ্চল্যকর ঘটনার তথ্য মিলেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এ নিয়ে নড়েচড়ে বসেছে বোর্ড কর্তৃপক্ষ। তারা বিষয়টি ‘বোর্ড কর্মকর্তাদের গাফিলতি’ হিসেবে উল্লেখ করছেন।

গত ১২ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল। ফলাফলে দেখা যায়, সাদিয়া সোলতানা ও উর্মি আক্তার নামের এই দুজন শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। পরীক্ষায় অংশ না নিয়ে কীভাবে পাস করলেন সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলে উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে চাম্বল উচ্চবিদ্যালয়। এই স্কুলের পাসের হার ৯২ শতাংশ। মোট ৩০৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এরমধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৩০০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
জানা যায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় চাম্বল উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় মানবিক বিভাগের ১৬৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৩ জন ও বিজ্ঞান বিভাগের ৭৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের ৭৩ জনের মধ্যে পাস করেছে ৭২ জন। একজন শিক্ষার্থী ফেল করেছে রসায়ন বিষয়ে। অর্থাৎ যে দুই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি তারাও পাস করেছে।

পরীক্ষার দিন (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চাম্বল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘বুধবার এসএসসি পরীক্ষা কেন্দ্র বাঁশখালী-০১ (২০২) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চাম্বল উচ্চবিদ্যালয়ের দুজন বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আইসিটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। প্রাথমিকভাবে অনুসন্ধানে জানতে পারি, তারা বেখেয়াল ছিল এবং যখন জানে তখন বেলা ৯টা ৪০ মিনিট। তাড়াহুড়ো করে বের হয়, চাম্বল বাজার, টাইম বাজারে তাঁদের ২০ মিনিটের কাছাকাছি যানজটে কেটে যায়। এবং হলে পৌঁছে গিয়ে দেখে পরীক্ষার্থীরা বের হয়ে আসছে। অর্থাৎ আইসিটি পরীক্ষা শেষ। এটাই হল চরম বাস্তবতা, এই পর্যন্ত শিক্ষার্থীর অবহেলা এবং যানজটকে দায়ী করতে পারি আমরা। ১৪/১৫ বছরের শিক্ষার্থীর এই ভুল কোনো ছোট ভুল নয়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ভুলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা সাইবার বুলিং এর সমান হিসেবে দেখছি।’

এ ব্যাপারে জানতে চাম্বল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল করিমকে একাধিকবার ফোন করা হয়। তবে ফোন তিনি রিসিভ করেননি।

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব রতন চক্রবর্তী বলেন, ‘চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়ে জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ড বৃহস্পতিবার আমাকে তলব করেছিল। আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এসেছি। পরীক্ষা না দিয়েও ভুলবশত পাস চলে আসলে ফলাফল প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে শিক্ষাবোর্ড বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটি তাদের এখতিয়ার।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান বলেন, ‘পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে গেলে তো ভুল ত্রুটি থাকে। যারা পরীক্ষার ফলাফল প্রস্তুত করে, তাদের কোনো একটা ভুলের কারণে এটা হয়েছে। আমাদের শৃঙ্খলা কমিটিতে বিষয়টি উঠবে। আমরা পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করেছি, এক মাসের ভেতরে সমস্যা সংশোধন, পরিবর্তন, ভুল ত্রুটি যা আছে এগুলো ঠিক করার একটা সুযোগ আছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো আপডেট আপনাকে দেওয়া যাচ্ছে না। পরীক্ষার এ ব্যাপারগুলো অত্যন্ত সিক্রেট।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত