গৌরনদী ও উজিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃষ্টি আক্তর নামে এক যুবতি ও ইসমাইল বেপারীনামে এক পথচারী নিহত ও ৮ জন আহত হয়েছেন।
এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত যানবাহন গুলো আটক ও সাকুরা পরিবহনের চালক আবু হানিফকে গ্রেপ্তার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বড় কসবা আল্লাহর মসজিদ গেটের সামনে এবং উজিরপুর উপজেলার আটিপাড়া ও মুন্ডুপাশা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, বুধবার রাতে ঢাকা থেকে বরিশাল গামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রা ব-১৫-৮২৮৯) মুন্ডুপাশা এলাকা অতিক্রম করার সময় পথচারী ইসমাইল হোসেনকে ধাক্কা দেয়। ইসমাইল হোসেনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। নিহত ইসমাইল হোসেন মুন্ডুপাশা গ্রামের মৃত্যু জবেদ আলীর পুত্র। অপর দিকে বুধবার দুপুরে ঝালকাঠী থেকে গৌরনদীর বাটাজোর বড়যাত্রী নিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৩১০১) আটিপাড়া এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা গ্রেট বিক্রমপুর পরিবহন (ঢাকা মেট্রো ব- ১১-৭৯৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সম্পূর্ন দুমড়ে মুছরে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী বৃষ্টি আক্তার মারা যায়। গুরুতর আহত হন ৪ জন। তারা হলেন জুয়েল (২৪), রাতুল (১৯), নাঈম (২০), মাইক্রোবাস চালক আলিফ (২৫)।
স্থানীয়রা জানান, ট্রাকের পেছনে যাত্রী ভর্তি বেপরোয়াগতির মাহেন্দ্রা আছড়ে পরে। এতে মাহেন্দ্রার চালক সহ পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছ। এ ছাড়া মহাসড়কের গৌরনদীর বড় কসবা আল্লাহর মসজিদ গেটের সামনে ট্রাক-মাহেন্দ্রার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।