শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সিংগাইরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলা ও ভাঙচুর
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৬:১৫ PM আপডেট: ২৫.০৬.২০২৪ ৬:৪৪ PM
মানিকগঞ্জের সিংগাইরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ইটভাটার অফিসে হামলা ও প্রাইভেটকার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। 

গত রবিবার (২৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাংগা এলাকায় মীর ব্রিকস ফিল্ডে ঘটনাটি ঘটে। এঘটনায় ভাটা মালিক মীর মোঃ মহসিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার সন্ধ্যায় স্থানীয় ফরহাদ মেম্বারের ভাগিনা ফাহিমসহ কয়েকজন ইটভাটায় প্রবেশ করে মাদক সেবন করতে চাইলে ভাটা মালিক মীর মহসিন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফাহিমসহ সঙ্গীরা গালিগালাজ করে চলে যায়। পরে রাত সাড়ে ৮ টার দিকে ইউপি সদস্য ফরহাদের হুকুমে কিশোর গ্যাং সদস্য উপজেলার খোয়ামুড়ি এলাকার সাইদুরের ছেলে ফাহিম (২০), জামালের ছেলে পারভেজ (২০), পান্নুর ছেলে আকিব (২০), হায়েত আলী মাদবরের ছেলে আলিম (১৯), আদুর ছেলে আপন (১৮), আব্দুর রহমানের ছেলে আজিম (২০), উসমানের নাতি সাব্বির (১৯) সহ অজ্ঞাত ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে অফিস ও পার্কিং করা প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ ৩৪-৬৭৩৫) গাড়ি ভাঙচুর করে। 


গাড়ির চালক বাদশা মিয়া (৪৫) ও ভাটার ম্যানেজার মিলন মিয়া (৪০) এগিয়ে আসলে তাদের কিল ঘুষি দিয়ে জখম, গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

ভাটা মালিক মীর মোঃ মহসিন বলেন, প্রতি রাতেই ওই ছেলেগুলো আমার ভাটায় ঢুকে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে।গত রোববার মাদক সেবনে বাঁধা দেওয়ায় আমার অফিস ও গাড়িটি ভাংচুর করে। এসময় অফিস কক্ষে থাকা চেয়ার টেবিল, ক্যাশ টেবিল, আলমারি ভাঙচুর করে নগদ ৭৯ হাজার ৫শত টাকা, গাড়ির বক্সে থাকা ৪ লাখ ৬০ হাজার টাকা এবং গাড়ির ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত