রবিবার ২৯ জুন ২০২৫ ১৫ আষাঢ় ১৪৩২
রবিবার ২৯ জুন ২০২৫
ছাত্রলীগ নেতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:৩২ PM আপডেট: ০৫.০৭.২০২৪ ৬:০৫ PM
নাটোরের বড়াইগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা আশিক সরকারকে (২২) নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার চান্দাই বাজারে জোনাইল-রাজাপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনকালে নিহত আশিকের পিতা মিরন সরকার, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাষ্টার, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম ইয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, প্রধান শিক্ষক আবুল কালাম, ওয়ার্ড সদস্য শেখ বাবলু ও মোসাদ্দেক মোল্লা, ছাত্রলীগ নেতা আবু সিয়াম ও শাহরিয়ার হোসেন লিংকন বক্তব্য রাখেন। 

মানববন্ধনকালে বক্তারা বলেন, গত ১৫ জুন চান্দাই গ্রামের মিরন সরকার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে চান্দাই করিম খাঁর মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ সাহেব আলীসহ অন্যরা পূর্ব বিরোধের জের ধরে তার উপর হামলা করেন। এ সময় বাবাকে বাঁচাতে ছেলে আশিক সরকার এগিয়ে গেলে তারা তাকেও জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। প্রায় ১৫ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩০ জুন আশিক মারা যান। 

এ সময় বক্তারা অবিলম্বে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত