ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনকালে নিহত আশিকের পিতা মিরন সরকার, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাষ্টার, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম ইয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, প্রধান শিক্ষক আবুল কালাম, ওয়ার্ড সদস্য শেখ বাবলু ও মোসাদ্দেক মোল্লা, ছাত্রলীগ নেতা আবু সিয়াম ও শাহরিয়ার হোসেন লিংকন বক্তব্য রাখেন।
মানববন্ধনকালে বক্তারা বলেন, গত ১৫ জুন চান্দাই গ্রামের মিরন সরকার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে চান্দাই করিম খাঁর মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ সাহেব আলীসহ অন্যরা পূর্ব বিরোধের জের ধরে তার উপর হামলা করেন। এ সময় বাবাকে বাঁচাতে ছেলে আশিক সরকার এগিয়ে গেলে তারা তাকেও জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করে। প্রায় ১৫ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩০ জুন আশিক মারা যান।
এ সময় বক্তারা অবিলম্বে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা।