বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
‘মুজিব’ সিনেমা থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:৫৯ PM
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয়ের সুযোগ পাননি লাক্স তারকা আজমেরী হক বাঁধন। দুবার অডিশন দেওয়ার পরও ব্যর্থ হওয়ার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে জানান তিনি।

শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করতে না পেরে কেঁদেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দু’বার অডিশন দিলেও সে সিনেমায় ডাক পড়েনি তার। তখন বিষয়টি নিয়ে হাউমাউ করে কাঁদলেও এখন আর কষ্ট নেই বলে জানিয়েছেন তিনি।

একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়কার স্মৃতি মনে করে বাঁধন বলেন, ‘আমি তো অডিশন দিয়েছি। দুবার দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা। আমাকে যখন রিজেক্ট করছে হাউমাউ করে কেঁদেছিলাম।’

‘যখন ট্রেলার বের হলো তখন আমার একটা কাজিন আছে খুব ক্লোজ, ওর নাম সামিয়া। ও আমাকে বলছিল, বাঁধন আপু, আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করে। তুমি তো তা জানো। আমি তখন বলেছিলাম, আমি জানি। তখন আমার বোনটা বলেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এই রকম একটা সিনেমায় অভিনয় করো নাই। সেটা শুনে আমি এত কান্না করেছিলাম’- যোগ করেন বাঁধন।

‘রেহানা মরিয়ন নূর’ খ্যাত এই অভিনেত্রী দাবি করেন, ‘কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।’

প্রসঙ্গত, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। তার স্ত্রী বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

মুজিব সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত