বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
কালিহাতীতে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৮:৪১ PM
ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

খোল-কর্তাল ও শঙ্খসহ বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে রোববার (৭ জুলাই) বিকেলে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী প্রায় ১০ হাজারেরও বেশি সংখ্যক নারী-পুরুষ কালিহাতীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দির চত্বর থেকে খালি পায়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।

পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বেতডোবা শ্রী শ্রী হেরা গোসাই এর আঙিনায় জগন্নাথ দেবের রথ নিয়ে যাওয়া হয়।

এর আগে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এস এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী), কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ও কালী মন্দির কমিটির সভাপতি সুদীপ কুমার দত্ত মানু উপস্থিত ছিলেন।

কালী মন্দির কমিটির সাধারন সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক জানান, এ বছর প্রায় ১০ হাজারেরও বেশি সংখ্যক সনাতন ধর্মালম্বীদের ব্যাপক অংশগ্রহণে কালী মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়। বিগত ৫০ বছরেও কালিহাতীতে এত বড় রথযাত্রা হয়নি।

তিনি জানান, আগামী ৭ দিন পর ১৫ জুলাই শ্রী শ্রী হেরা গোসাই আঙিনা থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে রথ পুনরায় শ্রী শ্রী কালী মন্দিরে আনার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, সনাতন ধর্মীলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের মধ্য দিয়ে রথযাত্রা সম্পন্ন হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত