টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরাহী আহত হয়েছে।
নিহত ওই যুবকের নাম নাহিদ ইসলাম (২২)। তিনি জেলার কালিহাতী উপজেলার মশাজান এলাকার নজরুল ইসলামের ছেলে।
রবিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা আজমেরী ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে হতাহতরা মোটরসাইকেলযোগে নিজ বাড়ী থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে বাসটি মহাসড়কের ইছাপুর পৌঁছালে ওই মোটরসাইকেলের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়।
এ বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে।