শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
রাজধানীর বিভিন্ন স্থানে সরকারদলীয় নেতাকর্মীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ১:০৮ PM
নাশকতা প্রতিরোধে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সরকারদলীয় নেতাকর্মীরা। রোববার  সকাল থেকেই রাজধানীর রাসেল স্কয়ারে অবস্থান নেয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এই অবস্থান সারাদিন চলবে বলে জানান তারা। একদফার মতো দাবি ঘোষণা করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও এসময় দাবি করেন নেতারা। দুপুরের পর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মিছিলের ঘোষণাও দেয়া হয় এ ধরনের অবস্থান কর্মসূচি থেকে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর, ধানমণ্ডি, শাহবাগ, শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন পয়েন্টে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হয়েছেন। এছাড়া দেশের সব জেলা ও মহানগরীতে একই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত