শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
মদের বারে ডিসকাউন্ট না পেয়ে যুবদল নেতার তাণ্ডব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:৫০ PM
মহাখালীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে। এ সময় নারীদের ওপর শারীরিক হামলার ঘটনাও ঘটে। 

পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে অভিযুক্ত নেতা মনিরকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবদল।

ভাঙচুরের ঘটনাটি ঘটে গত সোমবার রাত ৮টা ৫ মিনিটের দিকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ভিআইপি রুম না পাওয়ায় মনির হোসেন তার অনুসারীদের নিয়ে এসে রেস্টুরেন্টে হামলা চালান। এতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা দুই নারী দৌড়ে সিঁড়ি দিয়ে নামছেন, তাদের পেছনে ধাওয়া করছেন কয়েকজন পুরুষ। একপর্যায়ে এক নারী মেঝেতে পড়ে গেলে এক ব্যক্তি তাকে আঘাত করেন।

এ ঘটনায় রেস্টুরেন্টের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় মনিরসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা রেস্টুরেন্টে টিভি, চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা, মনিটর, ল্যাপটপ, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেন। পাশাপাশি কাউন্টার থেকে ৭০ হাজার টাকা এবং স্টোর থেকে প্রায় ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করে নিয়ে যান।

ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, ঘটনার আগের দিন মনির রেস্টুরেন্টে এসে নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। রুম খালি না থাকায় তাকে সাধারণ টেবিলে বসানো হয় এবং ছাড় দিয়েও বিল নেয়া হয়। এরপর ক্ষুব্ধ হয়ে মনির হুমকি দিয়ে রেস্টুরেন্ট ত্যাগ করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ঘটনার ভিডিও হাতে পেয়েছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নারীদের লাঞ্ছিত করার অভিযোগও তদন্তাধীন রয়েছে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এক বিবৃতিতে মনির হোসেনকে সব ধরনের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, তার মতো বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না এবং কোনো নেতাকর্মী যেন তার সঙ্গে সম্পর্ক না রাখেন, সে নির্দেশও দেয়া হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত