সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে বিচার কাজ শুরু করতে হবে। রোববার থেকেই চালু করতে হবে কোর্ট। বৃহস্পতিবার (৮ আগস্ট) এসব কথা বলেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশত্যাগে বাধ্য করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এ অপরাধে তাকে গ্রেপ্তার করতে হবে।
তিনি আরও বলেন, আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব বিকাশ কুমার সাহা জামিন বাণিজ্য করেছে, তার সম্পদের হিসাব নেয়া হোক। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত সব বিচারপতিদের বাদ দিয়ে রোববার সুপ্রিম কোর্ট খুলে দেয়ার আহ্বান জানান তিনি।