নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ ২২ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। একই মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বনপাড়া বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন গাজী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।