বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
চট্টগ্রামে ডাবল মার্ডারে শিবিরের নাম জড়ানোর তীব্র প্রতিবাদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১২:২৫ AM
চট্টগ্রাম নগরীর কোন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত কেউ বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কর্মী হওয়া তো দূরের কথা সংগঠনটির কারো সাথে বিন্দুমাত্র যোগসূত্র নেই বলে জানিয়েছেন, চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তানজির হোসেন জুয়েল৷ 

গতকাল ২৯ আগস্ট চট্টগ্রামের কুয়াইশ এলাকায় দুইজন হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের কেউ ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথে কোন কালেই জড়িত ছিলোনা উল্লেখ করে জুয়েল আরো বলেন, গতকালের হত্যাকান্ডের পর স্থানীয় আওয়ামী লীগের কথিত নেতা কর্মীরা সেই হত্যাকান্ডের সাথে ইসলামি ছাত্র শিবিরের জড়ির থাকার যে অভিযোগ করেছে তা সত্য নয়৷  

এসকল মিথ্যা, ভিত্তিহীন বক্তব্যের বরাত দিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান ইসলামি ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তানজির হোসেন জুয়েল বলেন, ইসলামি ছাত্র শিবির একটি সুশৃংখল সংগঠন৷ এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত