বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ধামরাইয়ে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৪ PM
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন ধামরাই উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইউএনও খান মো. আব্দুল্লা আল মামুন স্যার একজন ভালো মানুষ। তার বদলির আদেশ মানি না। বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে।’

তারা আরো বলেন, এই ইউএনও যোগদানের পর থেকেই অফিসিয়াল কাজের বাইরে অনেক সামাজিক ও যুব সমাজের জন্য নিজ উদ্যোগে কাজ করছেন।

জানা যায়, গত সোমবার (০২ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ধামরাই উপজেলার ইউএনও খান মো. আব্দুল্লা আল মামুনকে মিঠামইন কিশোরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। 

বদলির আদেশ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত