বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ফেনীতে সেতু ডেবে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৪ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর একপাশ দেবে যাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে ফেনী শহরে। ঢাকা-চট্টগ্রামগামী বাস, কাভার্ডভ্যানসহ গাড়ীগুলো ফেনী শহরের উপর দিয়ে যাতায়াত করায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, সেতুর নিচের মাটি সরে যাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত জিও ব্যাগ লোহার জালি  সংস্কার করা হচ্ছে। শীঘ্রই যানজট স্বাভাবিক হয়ে যাবে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। বন্যার কারণে সড়ক ও ব্রিজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রামপুর রাস্তার মাথায় লাতু মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন লালপোল সেতুটির নিচের মাটি সরে যায়। এতে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ। একমুখী যান চলাচলের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অনেক পরিবহন যানজট এড়াতে ফেনী শহরের ভিতর দিয়ে ঢুকে পড়ে। এতে করে ফেনী শহরে যানজট ভয়াবহ আকার ধারণ করে। যানজটের কবলে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও পথচারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম পোহাতে হচ্ছে।

মহিপাল  হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল  বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর সংলগ্ন সেতু বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে,  যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও হাইওয়ে পুলিশের তদারকিতে যান চলাচল এখন স্বাভাবিক আছে।

ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, সেতুর সমস্যার কারণে মহাসড়কের গাড়িগুলো শহর দিয়ে প্রবেশ করছে। এতে ফেনী শহরে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ লাইন থেকে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত