সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
দলে দলে কাজে ফিরছেন শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ PM
মজুরি বৃদ্ধিসহ পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ। 

এ সিদ্ধান্তের পর বুধবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা। সকাল ৮টা থেকে নতুন উদ্যোমে শিল্পাঞ্চলে দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা।

শ্রমিকদের মধ্যে সেটা কাটিয়ে ওঠার জন্য সরকার ও মালিকপক্ষের মধ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বৈঠক হয়েছে। 

সেখানে শ্রমিকদের হাজিরা, বোনাস ও নাইট বিলসহ ১৮ দফা দাবি মেনে নেয়া হয়। এরপর বুধবার সকাল ৮টা থেকে দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘সকাল থেকেই গাজীপুরে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। এখনও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। 

কারখানা নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে। বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে।’

এর আগে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুর মহানগরীর টঙ্গী, সদর উপজেলার বাঘের বাজার ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। 

তবে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে ফিরলেও ১৩টি কারখানা বন্ধ থাকে। বুধবার সকালে যথারীতি কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত