বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০১ PM আপডেট: ২৬.০৯.২০২৪ ৬:২৭ PM
নাটোরের সিংড়ায় এক নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গতকাল বুধবার ভোররাতে উপজেলার ছোট চৌগ্রামে গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। 

অভিযুক্ত ধর্ষক ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ওরফে রব্বুল এর নামে দেশের বিভিন্ন থানায় রয়েছে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা।  

ধর্ষিতা ঐ গৃহবধূর স্বামী বলেন, প্রতিদিনের ন্যায় তিনি রাত ১টার দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। এই সুযোগে প্রতিবেশি বখাটে যুবক রবিউল ইসলাম তার বাড়ির রেলিং দিয়ে ঘরে ঢুকে বৈদ্যুতিক আলো বন্ধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে গৃহবধূকে। সকালে বিষয়টি এক প্রতিবেশির কাছে গিয়ে আমার স্ত্রী (ধর্ষিত নারী) জানালে তাদের পরামর্শ ও সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান। 
 
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, ওই ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণের বিষয়ে আইনশৃংখলা মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। তারা এলাকায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, বিষয়টি জানার পর ধর্ষিতার পরিবারের কাছ থেকে ধর্ষণ মামলা নেয়া হয়েছে। ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষিতা নারীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত