বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
দুর্গাপুরে আ.লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:১৪ PM
রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর ) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮), ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জহরুল হক (৩৫), কিসমত গণকৈড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী (৩৮), পৌর এলাকার শালঘরিয়া গ্রামের যুবলীগ কর্মী সুমন (৩৬) ও মাসুদ রানা মিঠু (৪০)। তবে আটককৃতদের নাম এজাহারে উল্লেখ্য নাই বলে জানা গেছে।

পুলিশ জানায়, এর আগে গত ৩ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগ এনে থানায় মামলাটি দায়ের করেন উপজেলার মাড়িয়া ইউনিয়নের চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।

বাদী এজাহারে উল্লেখ্য করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট উপজেলা সদরের মেডিকেল মোড়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এজাহার নামীয় আসামীরাসহ অজ্ঞাত আসামীরা প্রকাশ্যে দিবালোকে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। আসামীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তবে আটককৃত আসামীরা এজাহার নামীয় আসামী না হওয়ায় অজ্ঞাত হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত